ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

আশুলিয়ায় জাল টাকাসহ আটক ১ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০১, ১৫ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

ঢাকার উপকন্ঠ আশুলিয়ার শ্রীপুর এলাকা থেকে জাল টাকার নোটসহ ১ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩৬ হাজার টাকা পাওয়া গেছে।  

শনিবার সন্ধ্যায় আশুলিয়ার শ্রীপুরের এজিজ গেটের সামনে বিকাশের দোকান থেকে সোহান (১৯) কে আটক হয়।

আটককৃত সোহান আশুলিয়ার দক্ষিণ গাজীরচট এলাকার খায়রুল বাশারের ছেলে। সে জামগড়ায় ক্লোজ সোয়েটার্স লিঃ নামের একটি কারখানার শ্রমিক বলে জানা গেছে।

আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) বেলায়েত হোসেন জানান, সোহান শ্রীপুরের বিকাশের দোকানে গিয়ে বিকাশ করতে এক হাজার টাকার নোট দেয় দোকানীকে। টাকা হাতে নেওয়ার পর দোকানীর সন্দেহ হলে তাকে কৌশলে আটকে রেখে থানায় সংবাদ দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসেন।

পুলিশ আরও জানায়, এ বিষয়ে তদন্ত চলছে, জাল টাকা পাচার চক্রের সাথে জড়িতদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় সোহানের বিরুদ্ধে একটি মামলার প্রস্তুতি চলছে।  

কেআই/এসি 

  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি